4/4/2019 শহীদ গোপাল বাউরীর 26 তম শহীদ দিবস পালন করা হলো কেলিয়াসোল এর লালপাহাড়ীতে।এটা ধানবাদ জেলার নিরষা বিধানসভার অন্তর্গত ।গোপাল বাউরী ছিলেন একজন সমাজদরদি মানুষ,সমাজের যেকোনো কাজে উনি সবসময় আগে থাকতেন,সমাজের মানুষের উপর কোনো অত্যাচার হলে উনি তার তীব্র প্রতিবাদ করতেন।মনুবাদি,সামন্তবাদি লোকরা যখন আমাদের সমাজের লোকের উপর আক্রমণ করতো ,তখন উনি তার প্রতিবাদ করতো।সমাজের মানুষগুলো তার নেতৃত্বে ,তাদের প্রতি অন্যায় এর প্রতিবাদ করতে শিখছিল।মূলনিবাসী মানুষরা মাথা উচু করে বাঁচতে শিখছিল,এটা কিন্তু সামন্তবাদিরা ভাল চোঁখে দেখছিলোনা।একদিন গোপাল বাউরীর নৃশংসতা পূর্বক হত্যা করেদেওয়া হোলো ।আজশহীদ গোপাল বাউরীকে বাউরী সমাজ ভুলেনি আর ভুলবেও না,আজ উনি আমাদের মধ্যে অমর হয়ে আছেন আর থাকবেন।
![](https://voiceofrarhanchhal.files.wordpress.com/2019/04/img-20190405-wa0003609864800.jpg?w=720&h=1280)
![](https://voiceofrarhanchhal.files.wordpress.com/2019/04/img-20190404-wa00521579511953.jpg?w=1280&h=960)
![](https://voiceofrarhanchhal.files.wordpress.com/2019/04/img-20190404-wa0050569746217.jpg?w=1280&h=960)
No comments:
Post a Comment